ভুট্টার কারণে ডালখোলায় যানজট, শিলিগুড়ি রুটে বাস চালানো বন্ধ মালিকদের

0
70

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

ভুট্টার মরশুম শুরু হয়েছে। আর তার জেরেই প্রতিবছরের মতই এবারও ডালখোলায় তীব্র যানজট শুরু হয়েছে। ফলে রায়গঞ্জ থেকে ইসলামপুর ও শিলিগুড়ি রুটের বেসরকারি বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই যাত্রী নিচ্ছিল বাসগুলি। কিন্তু তাতে তাদের প্রচন্ড ক্ষতি হচ্ছে বলে অভিযোগ।

Traffic | newsfront.co
যানজট। নিজস্ব চিত্র

এরপরেও যানজটের কারণে সময় মেনে বাসগুলি রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে চলাচল করতে পারছেনা। রায়গঞ্জ থেকে ডালখোলা ৪৭ কিমি রাস্তা এমনিতে যেতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। সেই দূরত্বই এখন পার করতে সময় লাগছে ছয় ঘণ্টারও বেশি। ইসলামপুর থেকে কিছু বাস চলালচল করছে, কিন্তু ডালখোলায় যানজটের কারণে বাসগুলি রায়গঞ্জে যাচ্ছে না। পূর্নিয়া মোড় থেকেই ঘুরে আসছে।

আরও পড়ুনঃ শ্রমিকদের দুর্দশা নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মৌসম

ডালখোলায় চলছে ভুট্টা ভর্তি ট্রাক্টরের জাতীয় সড়কের পাশে ধর্ম কাঁটায় ওজন করতে সড়ক পারাপার করা, গোডাউনে আনলোড করা, জাতীয় সড়কের ওপর ট্রাক্টর দাঁড় করিয়ে কেনাবেচা, ফলে অসুবিধায় পড়তে হচ্ছে বাস চালকদের। বেসরকারি বাস মালিকরা জানিয়েছেন, টোলট্যাক্স, তেলের দাম, কর্মীর বেতন-ভাতা দিয়ে তারা ক্ষতির মুখে পড়েছেন। সমস্ত রুটেই এক অবস্থা। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here