নিটু দেওয়ান,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার মানুষের চিকিৎসা পরিষেবার অন্যতম ভরসাস্থল পূর্বতন বহরমপুর নিউ জেনারেল হসপিটাল অধুনা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
সকাল থেকে দুপুর পর্যন্ত যানজটে অবরুদ্ধ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ চত্বর। আটকে থাকে রোগীসহ অনেক অ্যাম্বুলেন্স।প্রতিদিন মুর্শিদাবাদ জেলা ছাড়াও নদীয়া জেলার বহু মানুষ চিকিৎসা করাতে আসেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে।
আরও পড়ুনঃ যানজটে গাড়ি আটকে মন্ত্রী উপলব্ধি করলেন মানুষের দুর্দশা
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজটি অবস্থিত বহরমপুরের চুয়াপুর এলাকায় বহরমপুর কোর্ট স্টেশনের কাছে।মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ চত্বর যানজট হওয়ার অন্যতম কারন এখানে রেল লাইনের উড়ালপুলের কাজ শুরু হয়েছে অনেক আগেই কিছুটা হওয়ার পরেই থমকে গেছে সে কাজ।
বহরমপুর প্রশাসনের পক্ষ থেকে বহরমপুর শহরকে যানজট মুক্ত করার জন্য ওয়ান বাই ওয়ান চালু করা হলেও মেডিক্যাল কলেজ চত্বরে সেটা করা হয়নি,নেই কোনো ট্রাফিক ব্যাবস্থা কখনো কখনো সিভিক পুলিশ দেখা গেলেও যানজটের সময় দেখা মেলেনা তাদের,এমনিই দাবি নিত্যদিনের পথচলতি মানুষের।
অ্যাম্বুলেন্স চালকদের দাবি, টোটো গাড়ি গেটের সামনে দাঁড় করিয়ে রাখার কারনেই ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হয় এখানে এসে এমনকি পুরো পথ এসে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সামনে এসে গাড়িতে প্রসব করেন অনেক গর্ভবতী মা।
অন্যদিকে স্থানীয় একজন ব্যাবসয়ী জানান শুধু টোটো গাড়িই নয়,যানজটের অন্যতম কারন বড়ো ট্রাক।শুধু অ্যাম্বুলেন্স চালক,রোগী বা সাধারন মানুষই নন এই যানজটের শিকার খুদে স্কুল পড়ুয়ারাও।স্কুল পড়ুয়ারা ঠিক সময় পৌঁছাতে পারছেনা স্কুলে।এই সমস্যার সমাধান কবে মিলে তারই অপেক্ষায় অ্যাম্বুলেন্স চালক থেকে সাধারন মানুষ,চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584