নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফের রেল লাইনে বিশাল দাঁতাল হাতি। চালকের তৎপরতায় ফের বাঁচল প্রাণ। শনিবার সকাল ৬.৪৩ নাগাদ শিলিগুড়ি -দিনহাটা ডেমুর চালক সঞ্জিত সরকার এবং সহকারী চালক অভিষেক কুমার চাপরামারি অভয়ারণ্যের অন্তর্গত চালসা এবং নাগরাকাটা স্টেশনের মাঝে জলঢাকা ব্রিজের কাছে ৭০/৫-৬ পোস্টে একটি বিশাল দাঁতাল হাতিকে লাইনের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখে আপৎকালীন ব্রেক ব্যাবহার করে ট্রেন থামিয়ে দেন। মিনিট তিনেক পর হাতিটি পাশের জঙ্গলে প্রবেশ করার পর পুনরায় ট্রেন যাত্রা শুরু করে।
উল্লেখ, ২৩ জুলাই ঘটনার সময় বিকেল ৫ টা ৩৫ মিনিট। ঘটনাস্থল আলিপুরদুয়ার জংশন ও রাজাভাতখাওয়া স্টেশনের মাঝে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। শিলিগুড়ি গামি ধুবরি শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন। ট্রেন থামিয়ে হাতির পালের জীবন বাচান চালক হরিদাস বিশ্বাস ও সহচালক গৌতম কুমার।
২৫ জুলাই। ঘটনার সময় বিকেল ৫ টা ৫৪ মিনিট। ঘটনাস্থল রাজাভাতখাওয়া ও কালচিনি স্টেশনের মাঝে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। শিলিগুড়িগামি ধুবরি শিলিগুড়ি ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনের গতি নিয়ন্ত্রন করে ১২ থেকে ১৩ টি হাতির পালকে বাঁচান চালক ডি কে মন্ডল ও সহ চালক নবীন সিং।
আরও পড়ুনঃ ট্রেনের চালকদের তৎপরতায় বাঁচল হাতির প্রাণ
১ লা আগষ্ট। ঘটনার সময় বিকেল ৫ টা ২৫ মিনিট। ঘটনাস্থল কয়ালচিনি ও রাজাভাতখাওয়া স্টেশনের মাঝে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। অসমগামি রাঁচি কামাখ্যা এক্সপ্রেস। ট্রেন থামিয়ে ৭/৮ টি হাতির প্রান বাঁচান চালক যুবরাজ অমিত ও সহচালক জাগির সিং।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584