মনিরুল হক, কোচবিহারঃ
পথ নিরাপত্তা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন মাথাভাঙ্গায়। মাথাভাঙ্গা থানার ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনায় রবিবার মাথাভাঙ্গা নজরুল সদনে এই কর্মশালার আয়োজন করা হয়। এদিন এই কর্মশালায় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা থানার ট্রাফিক ওসি, শাহ আলী ইমাম, মাথাভাঙ্গা থানার আইসি প্রদীপ সরকার এবং ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়াররা।
এই প্রশিক্ষণে পথ সংস্কৃতি নিয়ে আলোকপাত করেন মাথাভাঙ্গা থানার আই সি প্রদীপ সরকার।
আরও পড়ুনঃ বেতন কাঠামোর দাবিতে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের প্রস্তুতি, কনভেনশন আলিপুরদুয়ারে
এদিন টোটো চালকদের লিফলেট বিলি করা হয়। দুর্ঘটনা এড়াতে চালক ও পথচারীদের কি করণীয় সেই বিষয়েও আলোচনা হয়। এদিন টোটো চালকদের লাইসেন্স সংক্রান্ত বিষয় নিয়েও সভায় বক্তব্য রাখেন পুলিশের ট্রাফিক ওসি শাহ আলী ইমাম। রাজ্য সরকারের “সেভ ড্রাইভ সেফ লাইফ” এই স্লোগানকে সামনে রেখে বেশ কিছুদিন থেকে প্রচার অভিযানে নেমেছে। তারই অঙ্গ হিসাবে মাথাভাঙ্গায় পালিত হল এই কর্মসূচি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584