বেহাল রাস্তা, সম্প্রসারণের দাবি নিত্যযাত্রীদের

0
44

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বাইপাশ থেকে মাইশোরা পাটনা যাওয়ার রাস্তার বেহাল দশা। এটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। সারা রাস্তাজুড়ে বড় বড় পাথর বেরিয়ে বিপজ্জনক রূপ নিয়েছে এই রাস্তায়। রাস্তার কোথাও কোথাও বিশাল আকারের গর্ত। একপ্রকার ব্যস্ততম রাস্তা এটি। যাত্রীবাহি ট্রেকার, বাস এবং মোটরসাইকেল, সাইকেল সহ নানান যানবাহন বিপদসীমার ওপর দিয়ে যাতায়াত করে।

ঝুঁকিপূর্ণ যাতায়াত। নিজস্ব চিত্র

বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটে, তা সত্ত্বেও সম্প্রসারণের নাম নেই প্রশাসনের। বেশ কয়েকবছর ধরে এমন বেহাল অবস্থায় রয়েছে এই ব্যস্ততম রাস্তা। রাস্তার মারাত্মক বেহাল দশার কারনে রাধাবল্লভপুর পাটনা থেকে তমলুক যাওয়ার বাস বাতিল করা হয়। যাঁর ফলে ট্রেকার গুলিতে বাদুড় ঝোলা হয়ে বিপজ্জনকভাবে জীবনের ঝুঁকি নিয়ে এমন মরন ফাঁদ পাতা রাস্তায় যাতায়াত করতে হয় যাত্রীদের। গাড়ির চালক থেকে পথচলতি মানুষ প্রত্যেকেই রাস্তার দ্রুত সম্প্রসারণ চান।

বেহাল রাস্তা। নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দা থেকে পথচারীদের অভিযোগ ওই রাস্তায় নস্করদিঘী বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে রাস্তার ওপর বালি স্টোনচিপস ফেলে রাখার কারনেও রাস্তা সংকোচিত হয়ে রয়েছে। যাঁর ফলে সমস্যার সম্মুখীন হতে হয় পথচলতি মানুষের। আগামী দিনে যদি না এই রাস্তা সারাই করা হয় তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here