কৃষ্ণচূড়া গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত টোটো, আহত চালক

0
168

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

tree break down on toto | newsfront.co
নিজস্ব চিত্র

প্রচন্ড গরম সইতে না পেরে গাছের তলায় আশ্রয় নিয়ে বিপত্তি ঘটল টোটো চালকদের। ঘটনাটি ঘটেছে  সোমবার মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাটের খয়েরবাড়ী চৌপথিতে।

tree break down on toto | newsfront.co
ক্ষতিগ্রস্ত।নিজস্ব চিত্র

প্রতক্ষ্যদর্শী নূর আলম, তরিফুল ইসলামরা জানান, “গরমের হাতে থেকে বাঁচতে টোটো গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন কয়েকজন টোটো চালক। ঝড় বৃষ্টি কিছুই নেই। হঠাৎ একটি কৃষ্ণ চূড়া গাছ গোড়া থেকে উপড়ে টোটোর উপর আছড়ে পরে।

আরও পড়ুনঃ বিজেপির দুই সাংসদের উপর আক্রমনের প্রতিবাদে বিক্ষোভ মেদিনীপুরে

সেখানে দাঁড়িয়ে থাকা যাত্রীহীন দুটি টোটো দুমড়ে মুচড়ে যায়। টোটো চালক গৌতম পালের হাতে মারাত্মক চোট লাগে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপর টোটো চালক নোয়াবুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।”

টোটো দুটিতে যাত্রী না থাকায় যাত্রী জখম হওয়ার খবর নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here