শ্যামল রায়,পূর্বস্থলীঃ
পূর্বস্থলী থানার ভাণ্ডারটিকুরি রেলস্টেশন সংলগ্ন ব্রাহ্মণী মন্দিরে মনসা পূজো হয়।এই পুজো ঘিরে বসে গাছ মেলা। বর্তমানে গাছ মেলা হিসাবেই পরিচিত এই ব্রাহ্মণী মন্দিরের পুজো ঘিরে।মেলা চলবে সাত দিন ধরে।ভাণ্ডারটিকুরি শ্রাবণী তিথিতে এই গাছ মেলা ঘিরে পূর্বস্থলী এক ও দুই নম্বর ব্লকের একাধিক নার্সারি ব্যবসায়ীরা তাদের প্রচুর গাছ নিয়ে উপস্থিত হয় এই মেলাতে।পূর্বস্থলীর নার্সারিগুলিতে প্রচুর পরিমাণে গাছের চারা উৎপাদন হয়।এই সকল গাছের চারা শুধু পশ্চিমবাংলায় না ওড়িশা বিহার আসাম পর্যন্ত চারা পৌঁছে যায়।
তাই এই ভাণ্ডারটির গাছমেলা ঘিরে নার্সারি ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে গাছ বিক্রির সুযোগ পায় বলে আজও গাছপালার প্রচার যথেষ্ট রয়েছে। এই ধরনের মেলার তাৎপর্য রয়েছে এইসব এলাকায় যে সমস্ত নার্সারি ব্যবসায়ীরা সারা বছর ধরে গাছের চারা বিক্রি করে আসছেন তাদের ক্ষেত্রে এই মেলার গুরুত্ব অপরিসীম।আম কাঁঠাল জাম লিচু লেবু সহ একাধিক নামিদামি গাছের চারা এখানে তৈরি হয়।এই সকল গাছ নিয়ে গাছের মেলায় পসরা সাজিয়ে বিক্রি করেন ব্যবসায়ীরা।এছাড়াও পূর্বস্থলীর বিভিন্ন নার্সারি থেকে প্রতিদিন সকাল সন্ধে দুপুর নাগাদ বিভিন্ন হকার বন্ধুরা গাছের চারা নিয়ে ট্রেন পথে চলে যান দূর বিভিন্ন হকার বন্ধুরা গাছের চারা নিয়ে ট্রেন পথে চলে যান দূর থেকে দূরান্তরে।কয়েক হাজার হকার বন্ধু এই সকল নার্সারি ব্যবসার সাথে গাছ বিক্রি করে জীবিকা অর্জন করে চলছেন।
পরিবারে হাসি ফোটাচ্ছে গাছের চারা বিক্রি করে অনেক হকার বন্ধু। এখানকার একটি পরিচিতি নার্সারি মহাদেব নার্সারি। এছাড়াও রয়েছে একাধিক নার্সারি।জয় বিশ্বাস শান্তনু বিশ্বাস রাজু দাস বকুলাল শীল সুব্রত আচার্য্য প্রমুখ জানিয়েছেন যে ইতিমধ্যে পূর্বস্থলী এলাকার বিকল্প জীবন জীবিকার জন্য অর্থ উপার্জনকারী হিসাবে গাছের নার্সারি ব্যবসা সব থেকে ভালো।এই নার্সারি ব্যবসা করে বহু মানুষ তারা সংসার চালাচ্ছেন।যেকোনো ধরনের গাছ এখান থেকে পাওয়া যায়। আর প্রতি বছর শ্রাবণ মাসের শেষ দিন ভাণ্ডারটিকুরিতে বসে গাছের মেলা।ব্রাহ্মণী মন্দিরে মনসা পূজার সূচনা থেকে শুরু হয় এই গাছের ভেলা।এই মেলা চলবে সাত দিন ধরে আর বিক্রি হবে নার্সারি থেকে আনা গাছ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584