রাবিনা খাতুন , হুগলি
আজ হুগলী জেলার আরামবাগ আল আলম মিশনে একটি পরিবেশ সচেতনতা শিবির ও বৃক্ষ রোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল ।
পরিবেশ সচেতনতা শিবির , বৃক্ষ রোপণ অনুষ্ঠানটি পরিচালনা করে “ফ্রেন্ডস ওফ এনভাইওরমেন্ট” নামে একটি এন.জি.ও । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আলম মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব সেখ বদরুল আলম সিদ্দিক , “ফ্রেন্ডস ওফ এনভাইওরমেন্ট” এর অন্যতম কমকর্তা সেখ মহিম আলি সহ “ফ্রেন্ডস ওফ এনভাইওরমেন্ট” এর সদস্যবৃন্দ , মিশনের ছাত্র ও শিক্ষক বৃন্দ ।
এই দিন ফ্রেন্ডস ওফ এনভাইওরমেন্ট সদস্যরা আল আলম মিশনের ছাত্রদের পরিবেশ সম্পর্কে সচেতন করে ও আল আলম মিশন চত্তরে বৃক্ষ রোপণ করে । মিশনের ছাত্রদের পরিবেশ সম্পর্কে সচেতন করার পাশপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্ভিদের অপরিসীম ভূমিকা নিয়েও বোঝানো হয় ।
এই দিন বায়ু দূষণ , জল দূষণ সহ বিভিন্ন দূষণ সংক্রান্ত বিষয়ের ক্ষতিকারক দিক গুলো প্রজেক্টর এর সাহায্যে ছাত্রদের বোঝানো হয় । পরিবেশ সচেতনতা শিবিরের শেষে প্রত্যেককে একটি করে গাছের চারা দেওয়া হয় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584