নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে বৃক্ষরোপন করা হল বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। এই সংস্থার উদ্যোগে ১৪ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত এক সপ্তাহ ধরে সারাদেশব্যাপী বৃক্ষরোপন অভিযান পরিচালনা করা হচ্ছে।
তারই অংশ হিসেবে আজ মুর্শিদাবাদ জেলার নাজিরপুরের একটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়।
উপস্থিত ছিলেন উদ্যোগী স্বেচ্ছাসেবী সংস্থার মুর্শিদাবাদ জেলা কনভেনর আব্দুল কালাম।
তিনি বলেন, মানুষ অব্যাহত ভাবে গাছ কাটছে অথচ সেই পরিমাণ গাছ লাগাচ্ছে না। এভাবে চলতে থাকলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। বন্যা ও খরা বেড়ে যাবে দেশে। সেই জন্য মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা ১০০ টা গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি। তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন।
উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিত কুমার দে। তিনি এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান।
আরও পড়ুনঃ মিত্র কম্পাউন্ড উন্নয়ন সমিতির মহিলা কমিটির উদ্যোগে পরিবেশ সচেতনতা অনুষ্ঠান
এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার মুর্শিদাবাদ জেলা সহকারী কনভেনর গোলাম কিবরিয়া ছাড়াও সদস্য জহুরুল হাসান, সমাজসেবী আশরাফুল ইসলাম, সহ এলাকার বিশিষ্ট জনেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584