শ্যামল রায়,নবদ্বীপঃ
সোমবার নবদ্বীপ শহরের রানীর চড়ায় শ্রী চৈতন্য উচ্চ বিদ্যালয়ের সুর্বণজয়ন্তী বর্ষ পূর্তি উৎসব পালিত হলো।এদিন সকালে ছাত্রছাত্রী ও গুণীজনদের একটি শোভাযাত্রা বের হয়।
তারপর পূর্তি উৎসব উপলক্ষে রক্তদান শিবির বৃক্ষরোপণ এবং নামিদামি গাছের চারা রক্তদাতাদের উপহার দেওয়া হয়।উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ভাইস চেয়ারম্যান শচীন বসাক কাউন্সিলর নির্মলকান্তি দেব প্রধান শিক্ষক দীপেন দত্ত ও বৃক্ষপ্রেমী তরুদি নামে খ্যাত শিক্ষিকা ইন্দ্রানী নাথ নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের সুপার বাপ্পা ঢালী সহ অনেকে।
পূর্তি উৎসব উপলক্ষে অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে মোট
ত্রিশজন স্বেচ্ছায় রক্ত দান করেছেন।আরো জানা গিয়েছে যে পূর্তি উৎসব উপলক্ষে শ্রী নাম নামি চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছ উপহার দেওয়া হয় রক্ত দাতাদের মধ্যে। সম্পাদিকা ইন্দ্রানী নাথ জানিয়েছেন যে এদিন কুড়িটি নামিদামি গাছের চারা রক্ত দাতাদের মধ্যে উপহার হিসেবে তুলে দেওয়া হয় এবং তিনটি নামি দামি গাছ বিদ্যালয় চত্বরে রোপণ করা হয়েছে। জায়গার অভাবের কারণে আরো বেশি পরিমাণ গাছের চারা রোপণ করা যায়নি বলে জানা গিয়েছে। হাসপাতালের সুপার বাপ্পা ঢালী গাছপ্রেমি তরুদি ইন্দ্রানী নাথ কে জানিয়েছেন যে হাসপাতালের চত্বরে গাছের চারা রোপণ করে সৌন্দর্য তৈরি করা হবে তাই ইতিমধ্যে গাছ লাগানোর কাজ শুরু হবে।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জের পরিবর্তে কেওতানের উপর দিয়ে প্রস্তাবিত ফোর লেন নির্মান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584