নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শহীদ ক্ষুদিরামের ১১২ তম আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে মুজাফফারপুর থেকে আনা ক্ষুদিরামের চিতাভুমির মাটি ও গণ্ডক নদীর জল দিয়ে অবিভক্ত মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে “সবুজ ক্ষুদিরাম” অভিযানের মাধ্যমে বৃক্ষরোপন শুরু হল।

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পরে ডিস্ট্রিক্ট কালেক্টরেট চত্বরে একটি অমলতাস গাছ লাগিয়ে “সবুজ ক্ষুদিরাম” অভিযানের সূচনা করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডা: রেশমি কমল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক ও অন্যান আধিকারিকরা।
১৪ তারিখ সকাল থেকেই শুরু হয়েছিল জেলার বিভিন্ন প্রান্তে গাছ পাঠানো। প্রথমে লক্ষ ছিল ১৮৮৯ টি গাছ লাগানোর, যেহেতু ক্ষুদিরাম জন্মেছিলেন ওই সালে।

কিন্তু বিভিন্ন স্কুল, কলেজ থেকে প্রচুর অনুরোধ আসায় ১৪ তারিখ রাত্রের মধ্যেই ১৮৮৯ টি গাছের লক্ষমাত্রা ছাড়িয়ে হয় ৩০০০ টি।
আরও পড়ুনঃ জটেশ্বরে বৃক্ষরোপণ কর্মসূচি
এই অভিযানের মূল উদ্যোক্তা অরিন্দম ভৌমিক জানান, “চারদিকে ঘেরা নাই এমন স্কুল বা কলেজে গাছ দেওয়া হচ্ছেনা। সম্ভবত ৫০০০ সংখ্যা ছুঁয়ে যাবে “সবুজ ক্ষুদিরাম” অভিযান। এই অভিযানের সহযোগী সংস্থা মেদিনীপুর-ছাত্র-সমাজ মেদিনীপুর কলেজ মাঠে বৃক্ষরোপন করে জাল দিয়ে ঘিরে দেন।
কলেজ মাঠের বৃক্ষরোপন অনুষ্ঠানটি উদ্বোধন করেন মহকুমা শাসক শ্রী দীননারায়ণ ঘোষ। অভিযানের প্রথম দিনেই লাগানো হয়েছে ৫৪০ টি চারাগাছ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584