সুদীপ পাল,বর্ধমানঃ
গাছের প্রাণ আছে। মানুষের প্রাণ স্পন্দন সচল রাখতে প্রয়োজন গাছের,এই বার্তাকে সামনে রেখে গলসি ১ মানকরের অন্নপূর্ণাতলা দুর্গাপূজো উদ্বোধন হল। পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক মাঝি, মানকর পঞ্চায়েত প্রধান মঙ্গল রুইদাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। পুজো উদ্বোধনে শুধু আনন্দ নয়, সামাজিক সচেতনতা আনতে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে বৃক্ষরোপন প্রচার ও প্রসারের লক্ষ্যে আট থেকে আশি সবার হাতে তুলে দেওয়া হল গাছের চারা।
পুজো কমিটি আবার শুধু গাছের চারা তুলে দিয়েই কর্তব্য শেষ করেনি গাছের যত্ন কেমন নেওয়া হচ্ছে সেটিও দেখবেন তাঁরা। ক্লাবের ক্যাশিয়ার কুন্তল শুক্ল বলেন, আমাদের এই পুজো এবার ঊনপঞ্চাশ বছরে উত্তীর্ণ হল।আগামী বছর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আরও নানান পরিকল্পনা রয়েছে। ক্লাবের সম্পাদক অমলেশ ব্যানার্জি বৃক্ষদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মানকর পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584