তৃণমূলের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলায় আয়োজন করা হলো স্বীকৃতি সম্মেলন

0
61

নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুর

রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি বিধানসভা এলাকায় স্বীকৃতি সম্মেলনের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

শালবনি বিধানসভা কেন্দ্রের রোড চন্দ্রকোনা এলাকার পরিমল কানন ও শালবনী থানার জয়পুর এলাকায় স্বীকৃতির সম্মেলনের আয়োজন করা হয়। স্বীকৃতি সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো, শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ, জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ সহ আরো অনেকে।

trimol arrange awarded program in midnapore | newsfront.co
নিজস্ব চিত্র

স্বীকৃতি সম্মেলনে বসে যাওয়া প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মীদের সংবর্ধনা জানানো হয়। সেইসঙ্গে ভুল-ত্রুটি সংশোধন করে তাদের দলের হয়ে কাজ করার আবেদন জানানো হয়। তৃণমূল কংগ্রেস নেতাদের আবেদনে সাড়া দিয়ে বসে যাওয়া পুরোনো দিনের তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্বীকৃতি সম্মেলনে অংশগ্রহণ করেন। মেদিনীপুরে বিধায়ক মৃগেন মাইতির উদ্যোগে স্বীকৃতি সম্মেলনের আয়োজন করা হয়। ওই সম্মেলনে উপস্থিত দলের পুরোনো কর্মীদের দলের হয়ে কাজ করার আহ্বান জানান বিধায়ক মৃগেন মাইতি সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।

trimol arrange awarded program in midnapore | newsfront.co
নিজস্ব চিত্র

গড়বেতার বিধায়কের নেতৃত্বে রবিবার স্বীকৃতি সম্মেলনের আয়োজন করা হয়। ওই সম্মেলনে দলের বসে যাওয়া কর্মী ও নেতারা অংশগ্রহণ করেন। সম্মেলনে তাদের সাথে কথাবার্তা বলে দলের হয়ে কাজ করার আহ্বান জানান বিধায়ক আশীষ চক্রবর্ত্তী। চন্দ্রকনার বিধায়ক ছায়া দলুই ও কেশপুরের বিধায়ক শিউলি শাহা, ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই ও দাসপুরে বিধায়ক মমতা ভূঁইয়ার নেতৃত্বে রবিবার বাংলার গর্ব মমতা কর্মসূচির তৃতীয় দিনে স্বীকৃতি সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ করোনা বিষয়ক সচেতনতা মেদিনীপুরে

তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি বলেন রবিবার বাংলার গর্ব মমতা কর্মসূচির তৃতীয় দিন পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি বিধানসভা এলাকায় স্বীকৃতি সম্মেলনের আয়োজন করা হয়। ওই সম্মেলনে দলের পুরোনো কর্মীদের সম্মান জানানো হয়।

তিনি বলেন প্রতিটি বিধানসভা এলাকায় রবিবার শান্তিপূর্ণভাবে স্বীকৃতি সম্মেলনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনে দলের পক্ষ থেকে বাংলার গর্ব মমতা কর্মসূচি নির্দিষ্ট দিনে পালন করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here