খড়্গপুরে ১৪২ শতাংশ ভোট বেড়েছে তৃণমূলের

0
59

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বরাবরই খড়্গপুর বিধানসভা আসন অধরা ছিল তৃণমূলের কাছে। ২০১৬-র ভোটে এবং উনিশের লোকসভা ভোটে খড়্গপুরে জিতেছিল বিজেপি।

trinamool increase vote percentage in kharagpur | newsfront.co
নিজস্ব চিত্র

লোকসভায় সেখানে ৪৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানের জিতেছিল গেরুয়া শিবির। কিন্তু সেই ব্যবধান মুছে দিয়ে দিলীপ ঘোষকে হারিয়ে যেভাবে খড়্গপুরেও এগিয়ে গিয়েছে তৃণমূল তা ঐতিহাসিক বললে কোনও ভুল হবে না।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া খড়্গপুর সদর আসনে গেরুয়া শিবিরকে ২০৮১১ ভোটে পরাস্ত করলেন তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার।

trinamool increase vote percentage in kharagpur | newsfront.co
নিজস্ব চিত্র

লোকসভা ভোটের তুলনায় খড়্গপুরে ২৪১৩৫ টি ভোট বাড়িয়ে ফেলল তৃণমূল। ষোলো সালের ভোটের তুলনায় এই বৃদ্ধি আরও বেশি। হিসাব মতো ১৪২ শতাংশ তথা ৪৮,৩৬৭ ভোট বাড়িয়েছে তৃণমূল।

আরও পড়ুনঃ ভরাডুবির পরে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ দিলীপের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “ঔদ্ধত্য আর অহঙ্কারের ফল বিজেপি। এই জয় মানুষের জয়।” লোকসভা ভোটের পর থেকেই বিজেপির দম্ভ বেড়ে গিয়েছিল।

এনআরসি করে দাও, একে নাগরিকত্ব দাও ওকে দেশ থেকে বের করে দাও। যেন জমিদারি ওদের। নাগরিকত্ব দেওয়ার ওরা কে! এমনিতেই তো সবাই এ দেশের নাগরিক।” সব ধর্ম, জাতি ও ভাষাভাষি মানুষ যে তৃণমূলের পাশে রয়েছেন, আমাদের সমর্থন করছেন তা এই ভোট ফলাফলে পরিষ্কার। এই জয় তাই মানুষের জয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here