টসে জিতে তৃণমূলকে হারিয়ে বোর্ড গঠন তৃণমূলের

0
187

শ্যামল রায়,কালনাঃ

মঙ্গলবার ছিল কালনা ১ ব্লকের কৃষ্ণদেবপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত বোর্ড গঠনের দিন।পঞ্চায়েত ভোট গঠন নিয়ে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে চরম উত্তেজনা ছিল এদিন।
দলের নির্দেশ অমান্য করে কৃষ্ণদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয়েছেন।এদিন সকাল থেকেই কৃষ্ণদেবপুর গ্রাম পঞ্চায়েতের চত্বরে কর্মী সমর্থকের ভিড় ছিল চোখে পড়ার মতো।কালনা থানার পুলিশ মোতায়ন ছিল।
প্রথম নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ শেষে প্রধানপদের জন্য নির্বাচন বিধি অনুযায়ী প্রস্তাব আসে। দলীয় নির্দেশ অমান্য করে তৃণমূলের একটি গোষ্ঠী প‍্যানেল জমা দেন নির্বাচক পর্যবেক্ষকের কাছে এবং আধিকারিকের কাছে।শেষমেষ তৃণমূলের দলীয় নির্দেশ ছিল প্রধান এবং উপ প্রধানকে হবেন আগে থেকেই কিন্তু বাস্তবিক পক্ষে সদস্য সদস্যদের উপস্থিতিতে সব নিয়ম পাল্টে গেল সদস্যদের কাছে।ভোটাভুটি হলো। ভোটে উপস্থিত সদস্য সদস্যাদের মধ্যে একটা পক্ষ আটটি ভোট পায় অন্য পক্ষ আটটি ভোট পায়।শেষমেষ টসে জিতে দলীয় নির্দেশের বাইরের প্রধান নির্বাচিত হয়েছেন দয়মন্তি কীর্তনীয়া।দলীয় নির্দেশের বাইরে প্রধান নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে উপ-প্রধানের পক্ষের সদস্যরা হাল ছেড়ে দেন।তারপর প‍্যানেল গোষ্ঠীর তরফ থেকেই উপ প্রধান আব্দুস সালাম নির্বাচিত হন।তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে এই ধরনের কার্যকলাপে ক্ষুব্ধ জেলা নেতৃত্ব। যদিও তৃণমূলের ব্লক সভাপতি উমাশঙ্কর সিংহ রায় এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।তবে তৃণমূলের নিচু স্তরে কর্মীসমর্থকরা এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে দলের নেতাদের দোষী সাব্যস্ত করেছে।

আরও পড়ুন: শান্তিপূর্ণভাবে ধনকোল গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন বিজেপি’র

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here