শ্রীরামপুর পৌরসভায় হুগলি জেলার প্রথম ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সের উদ্বোধন

0
273

নিজস্ব সংবাদদাতা,হুগলি:গতকাল সন্ধেয় হুগলি জেলার শ্রীরামপুর পৌরসভার উদ্যোগে হুগলি জেলায় প্রথম ৩৬ লাখ টাকা ব্যায় এ ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সের উদ্বোধন হল । সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংসদ উন্নয়ন তহবিলের টাকায় সেই অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে শ্রীরামপুর পৌরসভাকে ।


ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।
এছাড়াও অনুষ্ঠানে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল , শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান অমিয় মুখোপাধ্যায় সহ পৌর সদস্যরা উপস্থিত ছিলেন ।


ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন , “আমরা আন্দোলন করে ক্ষমতায় এসে নেতা-মন্ত্রী হয়েছি । আবার কেউ কেউ এই দলে থেকে নিজেকে স্টার ভেবেছিলেন । কিন্তু, স্টাররা রাতের আকাশে থাকে । রাতের সব তারা দিনের গভীরে মিলিয়ে যায় । মমতা বন্দ্যোপাধ্যায় সূর্যের মতো রয়েছেন । তাঁর আলোর তলায় রয়েছে স্টারেরা । মনে রাখতে হবে, উন্নয়ন মানে মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁরই আদর্শ আমাকে অনুপ্রাণিত করেছে । তাই রাজনীতি করতে এসেছি । যতদিন রাজনীতি করব, ততদিন মানুষের সেবা করে যাব । তবে রাজনীতি ছেড়ে দিলে অন্য কোনও দলে যাব না ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here