নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রামজীবনপুরে দুই ট্রাকের রেষারেষি থেকে ওভারটেকের জেরে প্রাণ গেল এক সাইকেল আরোহীর।
আজ বেলা সাড়ে দশটা নাগাদ রামজীবনপুর বাইপাশ রাস্তার ধারে এস আই অফিস সংলগ্ন তারকেশ্বর সড়কে পথদুর্ঘটনাটি ঘটে।আরামবাগের দিকে যাওয়া দুই ট্রাকের রেষারেষির মুখে পড়ে যান এক সাইকেল আরোহী।সেই সাইকেল আরোহীর উপর দিয়েই একটি ট্রাক চলে যায়।
স্থানীয়রা সাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। পরে তিনি মারা যান। মৃতের নাম অরুণ পাল(৫০),বাড়ি রামজীবনপুর মুখার্জী পাড়ায়।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর,ক্ষোভে অবরোধ জাতীয় সড়ক
পেশায় কৃষক অরুণবাবুর ছেলে সন্তু পাল ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছে। মৃতের ভাই বরুণ পাল জানান,রামজীবনপুর এলাকার সড়কে চলতে গেলে এখন প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয়।দাদা সাইকেলে করে বাড়ির দিকে আসছিল।রাস্তা থেকে নিচেই ছিল।তবুও তার উপর দিয়েই চলে গেল লরি। দুটি লরি রেসারেসি করছিল।
এই দুর্ঘটনার জেরে এলাকার মানুষ পথ আটকে ঘাতক লরিকে আটক ও যাত্রী সুরক্ষায় ওই রাস্তার যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ দেখান।জানা গেছে আরামবাগে গোঘাট থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584