হারিয়ে যাওয়া শ্রীমতীকে স্রোতস্বিনী করতে উদ্যোগ

0
374

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
রাজ্য সরকারের উদ্যোগে ১০০ দিনের কাজের প্রকল্পের মধ্য দিয়ে মজে যাওয়া নদী গুলিকে পুনর্জীবিত করতে উদ্যোগী হয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শ্রীমতি নদীর সংস্কার করতে উদ্যোগী হল পঞ্চায়েত সমিতি।

srimati river 4
শ্রীমতি নদী। নিজস্ব চিত্র

সীমান্তের ওপারে বাংলাদেশে বাধ দিয়ে জল আটকে দেওয়া এবং পলি জমে নাব্যতা হাড়ানো শ্রীমতি নদী এখন মৃত।এই নদীকে ১০০ দিনের প্রকল্পে সংস্কার করে প্রান ফেড়াতে চায় পঞ্চায়েত স্মিতি।দীর্ঘদিন ধরে নদী বাচানোর দাবি উঠেছে। সেই দাবিকে মর্যাদা দিয়ে কালিয়াগঞ্জ ব্লক ও জেলা প্রশাসন সচেষ্ট হয়েছিল শ্রীমতি নদী সংস্কারে।এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে ব্লক ও জেলা প্রশাসনের তরফে যৌথ দল শ্রীমতি নদী পরিদর্শন করে। এদিন দুপুরে অনন্তপুর পঞ্চায়েতের ভেলাই হাট এলাকায় গিয়ে নদীর বর্তমান চিত্র দেখে যৌথ দল।পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,সহকারি সভাপতি তপন দেবসিংহ, জেলা পরিষদের সদস্য দধীমোহন দেবশর্মা ছাড়াও এই দলে ছিলেন জেলা এনআরইজিএস নোডাল অফিসার শুভ্রজিত গুপ্ত,বিডিও প্রসন্য কুমার ধারা সহ ব্লক এনআরইজিএস বিভাগের লোকজন।

srimati river 2
জেলা এনআরইজিএস নোডাল অফিসার শুভ্রজিত গুপ্ত। নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জের অনন্তপুর পঞ্চায়েতের এই ভেলাই সংলগ্ন এলাকা হয়ে ওপার বাংলা থেকে এদেশে প্রবেশ করে শ্রীমতি নদী।এই নদী কালিয়াগঞ্জ ব্লক ও শহর হয়ে দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি ছুয়ে হরিরামপুর ব্লক দিয়ে মালদা জেলায় গিয়েছে।মালদা জেলার বামনগোলা দিয়ে হবিপুরে মহানন্দায় মিশেছে। একশতক আগে প্রানবন্ত এই শ্রীমতি নদী এখন অস্তিত্ব সংকটে ।

জেলা এনআরইজিএস নোডাল অফিসার শুভ্রজিত গুপ্ত জানান,১০০ দিনের কাজের মধ্য দিয়ে শ্রীমতি নদীর সংস্কারের উদ্যোগ নেওয়া হইয়েছে।সেই মত আজ ব্লক ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নদীর পরিস্থিতি খতিয়ে দেখা হল নদীর প্রায় মজে যাওয়া অবস্থায়,বেশির ভাগ কৃষিকাজ ব্যবহার করা হচ্ছে।কৃষকদের সাথে আলোচনা করা হবে।

srimati river 3
নিজস্ব চিত্র

শ্রীমতি নদী বাঁচিয়ে তুলতে ১০০ দিনের প্রকল্পে পলি তুলে নাব্যতা ফিরে পাবে নদী ।তিনি আরো জানান রায়গঞ্জের কুলিক নদীর ধাচে কালিয়াগঞ্জের শ্রীমতি নদী সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এই ব্যাপারে সক্রিয় ভূমিকা নিয়েছে।

আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ভিন রাজ্যের দুই যুবক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here