পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
আগ্নেয়াস্ত্র দেখিয়ে মুরগী ব্যাবসায়ীর কাছ থেকে মুরগী নিতে গিয়ে গ্রামবাসিদের হাতে ধরা পড়ে প্রহৃত এক যুবক।উত্তেজিত গ্রামবাসিরা তাকে বেধড়ক মারধর করে।উদ্ধার হয় একটি দেশী পাইপগান ও এক রাউন্ড গুলি।আটক যুবককে পুলিশের হাতে তুলে দেয় গ্রামিবাসীরা। ঘটনাটি রায়গঞ্জ থানার গইতোর গ্রামে।
জানা গেছে বিমল মোদক নামে এক ব্যাক্তি গইতোর গ্রামে পোল্ট্রি ফার্ম আছে।সেই গ্রামের পাশের গলুইসুরা গ্রামের বিপ্লব বর্মন নামে এক যুবক তার কাছে দুটি মুরগী দাবি করে। মুরগী ব্যাবসায়ীর মুরগীর বরাত থাকায় পরের দিন তাকে মুরগী দেওয়ার কথা বলে। তাতেই ওই যুবক আগ্নেয়াস্ত্র বের করে মুরগী ব্যাবসায়ীর দিকে লক্ষ করে মুরগী দাবী করে।বিমলবাবুকে প্রানে মারার হুমকি দেয়।সেই মুহুর্তে বিমলবাবু তাকে ধাওয়া করে ধরে ফেলে। চিৎকার চেঁচামেচিতে এলাকার লোক ছুটে আসে তাকে বেধরক মারধোর দিয়ে আগ্নেয়াস্ত্রটি ছিনিয়ে নেয়।খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়।পুলিশ ঘটনাস্থলে পৌছে আগ্নেয়াস্ত্রসহ ওই যুবককে আটক করে। যুবকের চিকিৎসার জন্য তাকে রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
আরও পড়ুন: চুরি যাওয়া বাইক উদ্ধার দিনহাটায়, গ্রেফতার ১
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584