নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
ফাঁসিদেওয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা অভিযোগ রোগী ও রোগীর আত্মীয়দের।
একদিকে রাজ্য সরকার ঢাকঢোল পিটিয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের চিত্র যখন বিজ্ঞাপনে প্রচার করছে, ঠিক তখন তার উল্টো চিত্র দেখা গেল ফাঁসিদেওয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
আরও পড়ুনঃ বেনারসের সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে গোহারা হার এবিভিপি-র
রোগী ও রোগীর আত্মীয়দের অভিযোগ যে, ফাঁসিদেওয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেই কোন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। তার ফলে বাইরে থেকে দোকান থেকে বিশুদ্ধ পানীয় জল কিনে আনতে হচ্ছে। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
অপরদিকে এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক অরুনাভ দাসকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন যে আমাদের ফাঁসিদেওয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে। শুধু মাত্র আমাদের কর্মীদের কোয়ার্টারে নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584