নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বর্তমান মহামারীকে মাথায় রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা আদালতে পূর্ব মেদিনীপুর এর তমলুক মুখ্য বিচার বিভাগীয় আদালতে আজ থেকে শুরু হলো ভিডিও কনফারেন্স -এর মাধ্যমে বিচার প্রক্রিয়া।

ভি.আই.ডি.ওয়াই.ও নামে একটি অ্যাপসের মাধ্যমে এই বিচার প্রক্রিয়া চালু হয়েছে। বুধবার ময়না থানার একটি অপহরণ এর মামলার বিচার প্রক্রিয়া চলে এই ভিডিও কনফারেন্সে এবং বিচার শেষে ইমেল এর মধ্যে রায়দান হয়।
আরও পড়ুনঃ ‘অনলাইনে’ পড়াশোনা চালু রায়গঞ্জের একটি সরকারি প্রাথমিক স্কুলে
নিম্ন আদালতে এই ভিডিও কনফারেন্স এর মধ্যে বিচার প্রক্রিয়া এই প্রথম। ভারপ্রাপ্ত বিচারক অর্ঘ আচার্য্য চেম্বারে কনফারেন্স এ সরকারী আইনজীবী ও আসামীপক্ষের আইনজীবী উভয়ের সাথেই ভিডিও কনফারেন্সের মাধমে শুনানি সম্পাদন করেন। মূলত বর্তমান ভাইরাসের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করার লক্ষ্যে এমনই আইন চালু করল জেলা প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584