বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বাংলায় চলতি প্রবাদ আছে যে কারও পৌষ মাস কারও সর্বনাশ। ঠিক যেন সেই প্রবাদ একবার দেখা গেল। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাগুর মাছ বোঝাই গাড়ি। এরপর দেদার লুট চালাল স্থানীয়রা।
জানা গিয়েছে যে, এদিন গাড়িটি চোপড়া থেকে নেপালের দিকে যাচ্ছিল। সেই সময় একটি চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে ৩১ নং জাতীয় সড়কের পাশে উল্টে যায়। এবং এই দেখে স্থানীয়রা তড়িঘড়ি এসে মাছ লুট করতে থাকে।
অপরদিকে এই ঘটনার খবর পৌঁছায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ তৃণমূল ছাত্র নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
তবে মাছ নেবার জন্য একে অপরের সঙ্গে হুড়োহুড়ি বেধে যায়। এর পাশাপাশি জানা গিয়েছে যে ওই গাড়িটিতে প্রায় ৫ টন মাছ ছিল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা। সব শেষে পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584