প্রয়াত টেলিভিশন অভিনেতা জগেশ মুকাতি

0
73

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন টেলিভিশন অভিনেতা জগেশ মুকাতি। সূত্রের খবর, ১০ জুন, বুধবার পরলোকগমন করেন অভিনেতা। গত তিন-চারদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন জগেশ মুকাতি।টেলিভিশনের পর্দায় বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

Jagesh Mukati | newsfront.co
সংবাদ চিত্র

২০০০ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রী গণেশা’তে গণেশ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। গণেশ চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় আজও দর্শকের মনের মণিকোঠায় উজ্জ্বল। এই পৌরাণিক ধারাবাহিকে প্রচুর প্রশংসা কুড়োন তিনি। এছাড়াও ‘অমিতা কা অমিত’ ধারাবাহিকেও তাঁর অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছিল। ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকে জগেশ মুকাতির সঙ্গে কাজ করেছেন অভিনেতা অম্বিকা রঞ্জনকর।

এদিন ইনস্টাগ্রামে তিনিই প্রথম জগেশ মুকাতির মৃত্যুর খবরটি দেন। একটি ফোটো পোস্ট করে তিনি লেখেন, “দয়ালু, নিষ্ঠাবান ও অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী খুর তাড়াতাড়ি চলে গেল।ওঁর সেন্স অফ হিউমার নিয়ে তো কিছু নতুন বলবার নেই। তোমার আত্মার শান্তি কামনা করি। তোমায় মিস করব জগেশ।” মরাঠি অভিনেতা তথা জগেশের বন্ধু অভিষেক ভালেরাও টুইট করেন, ‘চিরশান্তিতে থেকো বন্ধু। অভিনেতা জগেশ মুকাতি আর নেই।’

আরও পড়ুনঃ জট পাকছে ভেন্ডারমহলে

ছোট পর্দার পাশাপাশি রুপোলি পর্দাতেও বেশ কিছু স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন জগেশ মুকাতি। ১৯৯৯ সালে আমির খান ও মনীষা কৈরালা অভিনীত ‘মন’ ছবি দিয়ে মূলধারার অভিনয় জীবনে প্রবেশ করেন জগেশ। ২০১৭ সালের সিদ্ধার্থ-পরিণীতি অভিনীত ছবি ‘হাসি তো ফঁসি’-র বিপুল চরিত্রে জগেশের অভিনয় এখনও দর্শকের স্মৃতিতে তাজা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here