নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দু’দুবার পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের প্রক্রিয়া প্রশাসনের উদ্যোগে ঘোষণা করেও তাকে স্থগিত করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখিয়ে । তারই প্রতিবাদে আজ কেশিয়াড়ী ব্লক বিজেপি ১২ ঘন্টার হরতাল ডেকেছে। রাস্তায় নেমে পাল্টা প্রতিরোধ করতে চলেছে তৃণমূল। যুযুধান দুই রাজনৈতিক দলের লড়াইয়ে আরও একবার উত্তপ্ত হওয়ার সম্ভাবনা। অপরদিকে পরিস্থিতি সামাল দিতে তৈরি প্রশাসনও।
গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে যায়। ২৫ টি আসনের মধ্যে ১৩ টি দখল করে বিজেপি ও ১২ টি তৃণমূল। কিন্তু আজ অবধি কেশিয়াড়ী পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন না হওয়ায় বনধের ডাক দেয় বিজেপি।প্রসঙ্গত দুবার বিজ্ঞপ্তি জারি করেও পঞ্চায়েত সমিতি গঠন না হওয়ায় এই বনধ। রাত ফুরিয়ে সকাল হওয়ার সাথে সাথে রাজনৈতিক কর্মীদের রাস্তায় দেখা না মিললেও পুলিশ প্রশাসন টহল দিচ্ছে রাস্তায়। যদিও সকালের দিকে এখনও দোকানপাট খোলার সময় না হওয়ায় সাধারণ মানুষ বুঝতে পারছে না আদৌ বনধ হবে কিনা, নাকি পুরোপুরি স্তব্ধ থাকবে আজকে কেশিয়াড়ী ব্লক। প্রশাসন এবং শাসক দল দুজনেই চায়না কোন বনধ হোক। যদিও বিজেপির দাবি যে কেশিয়াড়ির সাধারণ মানুষই আজ বনধ সর্বাত্মকভাবে সফল করবে।অন্যদিকে বন্ধের বিরোধিতায় রাস্তায় নামতে চলেছে তৃণমূল।পাশাপাশি মন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন বলে জানা গেছে। এখন দেখার কি হয়!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584