কবীর হোসেন, মুর্শিদাবাদঃ
বৃহস্পতিবার বিকেলে সালারে এক বেসরকারি অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠিত হলো ২১শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ও মুর্শিদাবাদ বহরমপুর যুব তৃণমূল সভাপতি আনোয়ারুল ইসলাম আমির এবং ভরতপুর ১ নম্বর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ইসলাম টারজান ও অন্যান্যরা।
আরও পড়ুনঃ মেদিনীপুরে জঙ্গলমহল উদ্যোগের ব্যবস্থাপনায় হুল দিবস উদযাপন
এদিনের সভায় আগামী একুশে জুলাই ধর্মতলা শহীদ দিবস উপলক্ষে দলীয় কর্মীদের ঐদিনের সভায় যোগদানের বিষয়ে আলোচনা হয়। প্রত্যেক নেতা-নেত্রীদের তাদের দায়িত্ব সম্পর্কে এদিনআলোচনা করা হয় ।সালার ও ভরতপুর থেকে দলীয় কর্মীদের বাস ও অন্যান্য যানবাহনের মাধ্যমে সমর্থকদের উপস্থিতি বিষয়ে কর্মচারীদের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়। এ দিনের সবাই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একুশে জুলাই সম্পর্কে দলীয় কর্মীদের মধ্যে বিস্তারিত আলোচনা করেন এবং একুশে জুলাই এর শহীদ দিবসের প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584