নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার আকর্ষণীয় কালীপূজা গুলির অন্যতম মাণিকপুরের মোটাকালীর পূজা। মাণিকপুরের ভাতৃসংঘের পূজা এবার ৫১ তম বর্ষে পা দিলো।প্রতিবারের মতো এবারও আকর্ষণ হল বিশালকায় প্রতিমা।
এবারের প্রতিমার উচ্চতা চব্বিশ ফুট।বানানোর সময় থেকেই প্রতিমা গরুর গাড়ীর উপর চাপানো রয়েছে,এই গাড়ী চেপেই বিশালাকার প্রতিমার বিসর্জন হবে।পূজাকে কেন্দ্র করে আগেই সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে গেছে।
আর পূজার দিনগুলোতে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার সন্ধ্যায় এই পূজার উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের ময়াধিশানন্দ,ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া।পূজাকে কেন্দ্র করে গোটা মানিকপুর আলোকমালায় সেজে উঠেছে।
আরও পড়ুনঃ সাড়ে তিনশো বছরের বুড়ো কালী মা আজো পূজিত হন বধূরূপে
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584