নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরই আলিপুরদুয়ারের জেলাশাসক নির্বাচন সংক্রান্ত বিষয়ে সোমবার সাংবাদিক বৈঠক করলেন।আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এবার লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা নেওয়া শুরু হবে ১৮ মার্চ।
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট ১৩২৮ টি পোলিং বুথ রয়েছে।এদিন সাংবাদিক সম্মেলনে আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার সুনীল কুমার যাদব সহ বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন।
১৮ মার্চ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে লোকসভা ভোটের নোটিফিকেশন হবে। ১৮ থেকে ২৫ মার্চের মধ্যে সরকারি কাজের দিনিগুলোতে মনোনয়ন জমা নেওয়া হবে।মনোনয়নের স্ক্রুটিনি হবে ২৬ মার্চ। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী শিক্ষিকা বীরবাহা সোরেন টুডু
ভোট হবে ১১ এপ্রিল।ভোটের গননা হবে গোটা দেশের গননার দিন ২৩ মে।সোমবার বিকেলে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন আলিপুরদুয়ারের জেলা শাসক শুভাঞ্জন দাস।
এদিন সাংবাদিক সম্মেলনে আলিপুরদুয়ারের জেলা শাসক জানিয়েছেন,“ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৯১ হাজার ৮৩৪ জন।এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ লক্ষ ৩হাজার ৫১২জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৮৮ হাজার ৩০২।এবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ২০ জন থার্ড জেন্ডার ভোটার রয়েছেন।আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ি ভোট পরিচালনার সব কাজ করছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584