হলদিয়ায় জ্বলন্ত জোড়া দেহ উদ্ধারের পাঁচ দিন পর তদন্তে পুলিশ

0
45

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় জ্বলন্ত দুটি দেহ উদ্ধারের ৫ দিন পর হলদিয়ার দূর্গাচক থানা তদন্তে নেমে কিনারা করল জেলা পুলিশ। যদিও তদন্তের অগ্রগতি চুড়ান্ত পর্যায়ে। সাধারন মানুষের প্রতিবাদে নাজেহাল প্রশাসন। গত ১৮ তারিখে সকাল সকাল জ্বলন্ত দুটি দেহ উদ্ধার করেছিল হলদিয়ার দুর্গাচক থানার পুলিশ।

convict | newsfront.co
ধৃত। নিজস্ব চিত্র

শিল্পাঞ্চল হলদিয়ার হুগলি নদীর তীরে হলদিয়া পুরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের ঝিকুরখালিতে নদীর ধারে নির্জন জায়গায় দুটি দেহ জ্বলতে দেখে স্থানীয় এলাকাবাসী।

আরও পড়ুনঃ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আটক বৃদ্ধ গৃহ শিক্ষক

ঝিকুরখালি এলাকাবাসীরা হলদিয়ার দুর্গাচক থানার প্রশাসনকে খবর দিলে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেখে দুটি দেহ জ্বলন্ত অবস্থায়। জল দিয়ে তাদের নেভানো হয়। দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুরে। এমনই নৃশংস ভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে যে তাদের জানাই যাচ্ছেনা বডি দুটো ছেলে কি মেয়ে?

যেখানে বডি দুটো জ্বলছিল তার পাশেই মাটি কাটা ছিল। অনুমান করা যায় যে মাটি খুঁড়ে তাদের কবর দেওয়ার পরিকল্পনা ছিল। ময়না তদন্তে জানা যায় যে দেহ দুটি মহিলার। একজনের বয়স ২৪ এর মধ্যে, আরেকজনের বয়স ৪০ এর মধ্যে।

সূত্রের খবর এই ঘটনার কিনারা করে, পুলিশ, হলদিয়ার ২ জনকে গ্রেফতার করে। পুলিশ তদন্তের স্বার্থে কিছুই প্রকাশ করছে না। রবিবার হলদিয়া আদালতে অভিযুক্তদের তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here