টিকিট জালিয়াতির অভিযোগে গ্রেফতার দুই

0
75

নিজস্ব সংবাদদাতা,খড়গপুরঃ

ই টিকিট জালিয়াতি কাণ্ডে অভিযান চালিয়ে খড়গপুর রেল পুলিশের অপরাধ দমন শাখা গ্রেফতার করল এক ট্রাভেল এজেন্সির দুই কর্ণধারকে।মুনমুন রাউৎ ও বিশ্বজিৎ সিনহা নামে এই দুই ট্রাভেল এজেন্ট ব্যক্তিগত শতাধিক ভুয়া একাউন্টের মাধ্যমে তৎকাল টিকিট কেটে জালিয়াতি করছিল বলে অভিযোগ।

ধৃত। নিজস্ব চিত্র

রেল পুলিশের অপরাধ দমন শাখার ছয় সদস্যের বিশেষ দল বেশ কয়েকদিন ধরেই নজর রাখছিলেন এই ট্রাভেল এজেন্সির ওপর।রেল পুলিশ সূত্রে খবর,শতাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে কয়েক লক্ষ টাকার ই টিকিট এবং তৎকাল টিকিট জালিয়াতি করেছে এই ট্রাভেল এজেন্সি।

নিজস্ব চিত্র

সোমবার সকালে মেদিনীপুর শহরের গোলকুঁয়ারচকে এই ট্রাভেল এজেন্সির দপ্তরে হানা দিয়ে রেল পুলিশের অপরাধ দমন শাখা ২লক্ষ ৬হাজার ৫০ টাকা বাজেয়াপ্ত করে সাথে দুটি কম্পিউটার একটি প্রিন্টার সহ বেশ কিছু নথি পাওয়া যায়।রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই জেরা করে একটি বড় চক্রের হদিস মিলেছে।কিভাবে চলত কালোবাজারি ?

নিজস্ব চিত্র

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ,প্রাথমিকভাবে রেলের অনুমোদিত সংস্থা আইআরসিটিসি বৈধ এজেন্ট হয়ে এই কারবার চালানো হচ্ছে ।বৈধ এজেন্ট হওয়ায় সহজেই রেলের চোখে ধুলো দেওয়া সম্ভব হচ্ছে।জানা গিয়েছে তৎকাল টিকিটের ক্ষেত্রে সাহায্য নেওয়া হচ্ছে একটি বিশেষ সফটওয়্যার এর নাম “রেড চিলি”।এই সফটওয়্যার এর মাধ্যমেই হ্যাকিং করে রেলের তৎকাল পরিষেবার টিকিট জালিয়াতি করা হচ্ছে।গোয়েন্দাদের অনুমান এর পিছনে রয়েছে বড় কোনো চক্র যার খোঁজ পেতে ইতিমধ্যেই বিভিন্ন জংশন গুলিতে তল্লাশি শুরু করেছে রেল পুলিশের অপরাধ দমন শাখা।মঙ্গলবার অভিযুক্তদের তোলা হবে আদালতে।

আরও পড়ুনঃ তনুশ্রীর বিরুদ্ধে তোপ রাখির

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here