টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, ধৃত ২

0
48

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

ঘন জনবসতিপূর্ণ এলাকায় ভর সন্ধ্যায় পথচলতি মহিলার টাকার ব্যাগ ছিনতাই চেষ্টার ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরে। বিষয়টি নজরে আসতেই দুই যুবককে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে গণ প্রহার দিয়ে ওই দুই যুবককে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা।

two arrested snatching the bag | newsfront.co
ধৃতদের সাথে সিভিক পুলিশ। নিজস্ব চিত্র

শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বালুরঘাট পৌরসভার চকভবানী কাঠালতলা এলাকায়। ধৃত দুই যুবকের মধ্যে এক জনের বাড়ি বালুরঘাটে বলে জানা গেছে। এ দিকে ঘটনাস্থল থেকে একটি টোটো উদ্ধার করেছে বালুরঘাট থানার পুলিশ।

আরও পড়ুনঃ পুলিশি তৎপরতায় ছিনতাইয়ের দশ ঘন্টার মধ্যে ধরা পড়ল অভিযুক্ত

এ দিন রাতে শহরের শিবতলী থেকে কাঠালতলার দিকে হেঁটে আসছিলেন এক মহিলা। ওই মহিলার হাতে টাকার ব্যাগ ছিল। নগদ খুব বেশি টাকা না থাকলেও গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস এবং বাড়ির চাবি ছিল ব্যাগে।

শিবতলী এলাকায় হঠাতই পিছন দিক থেকে আসা টোটোর এক যুবক মহিলার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরেই মহিলা চিৎকার শুরু করে। কাঠালতলা এলাকায় স্থানীয়রা ওই দুই যুবককে ধাওয়া করে ধরেও ফেলে শেষ পর্যন্ত। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here