ভাস্কর ঘোষ, কান্দি, ২ ডিসেম্বর :-
টাকার লোভে খুন করতে যাওয়ার আগেই আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশ। শনিবার ভোর রাতে কান্দি থানার ঘনশ্যামপুর এলাকা থেকে তাদের দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জালাই শেখ (২৯) ও উমর শেখ (২০)। তারা দুজনেই কান্দি থানার মহালন্দি এলাকার বাসিন্দা। ধৃতদের কাছে থেকে ৩ টি ওয়ান সার্টার, ১ টি নাইন এম এম পিস্তল, ৪ টি মাস্কেটের গুলি, ২০ রাউন্ড নাইন এম এএম পিস্তলের গুলি, দুটি বাইক ও দুটি মোবাইল পাওয়া গিয়েছে।
এক স্কুল শিক্ষককে খুন করার জন্য ৫০ হাজার টাকা সুপারি নিয়েছিল বলে ধৃতরা সাংবাদিকদের জানিয়েছে।
ধৃতদের শনিবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৪ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
কান্দি থানার পুলিশ বলেন, ওই দুই যুবক এদিন বাইক চালিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্রাইম করার জন্য যাচ্ছিল। তাদের দেখে পুলিশের সন্দেহ হলে তাদের পিছনে ধাওয়া করে তাদের ধরা হয়। ঘটনার তদন্তে নেমেছে কান্দি থানার পুলিশ।
সূত্রের খবর , ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় , এদিন ভোররাতে তারা এক শিক্ষককে খুনের ছক কষেছিল। তাই আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন। আর সেই সময়ই গোপন সূত্রে খবর পেয়ে ঘনশ্যামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কান্দি থানার পুলিশ।
ধৃতরা সাংবাদিকদের জানিয়েছেন, কান্দি থানার হিজলের বাসিন্দা কাজু শেখ তাদের সুপারি দেয় তাদের। স্থানীয় এক স্কুল শিক্ষককে খুনের জন্য মোট চরজনকে সুপারি দেওয়া হয়েছিল বলে ধৃতেরা জানিয়েছেন।ঘটনার তদন্তে নেমেছে কান্দি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584