আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই কারবারি

0
55

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Two arrested with firearms
ধৃতরা।নিজস্ব চিত্র

ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই জেলা জুড়ে শুরু হয়েছে বেআইনী অস্ত্র কারবারীদের গ্রেপ্তার করতে তৎপর পুলিশ।সেই লক্ষ্যে আবারও বড়সড় সাফল্য দক্ষিণ ২৪ পরগণা জেলা পুলিশের।লোকসভা ভোটের দিনক্ষণ প্রকাশ হতেই সারা রাজ্যে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেছে।

Two arrested with fire gun
উদ্ধার হওয়া অস্ত্র।নিজস্ব চিত্র

একের পর এক অস্ত্র মাফিয়াদের গ্রেফতার তার প্রমান।কদিন আগেই বারুইপুর পুলিশ জেলার বারুইপুর স্পেশাল অপারেশন গ্রুপ এবং কুলতলি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে কুলতলি থানার নাপিতগাছি থেকে দুই অস্ত্র ব্যবসায়িকে গ্রেফতার করে ছিলো।উদ্ধার হয়েছিল প্রচুর অস্ত্র ও অস্ত্র নির্মানের সামগ্রী।

আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি

এদিন একই রকম ঘটনার সাক্ষী থাকলো রাজ্যবাসী।গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর স্পেশাল গ্রুপ এবং বকুলতলা থানার পুলিশ অভিযান চালিয়ে বকুলতলা থানার প্রিয়মোড় এলাকা থেকে দুইজন অস্ত্র ব্যবসায়িকে গ্রেফতার করল। তাদের নাম হালিম খান ও রইস সরদার।

তাদের কাছ থেকে উদ্ধার হল চারটি ওয়ান সাটার পাইপগান,সাত রাউণ্ড গুলি,মোবাইল ফোন ও চারটি তাজা বোমা।ধৃতদের আজ বারুইপুর আদালতে তোলা হবে।পুলিশের তরফ থেকে ধৃতদের তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here