মনিরুল হক, কোচবিহারঃ
৩০ কেজি গাঁজা-সহ দুই ব্যক্তিকে আটক করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের নেতৃত্বে পুঁটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের কেতারহাট জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল মোড় থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, ধৃত দুই ব্যক্তির নাম হিতেন্দ্রনাথ বর্মন ও চন্দন বর্মণ। হিতেন্দ্রনাথের বাড়ি পুঁটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকায়। চন্দনের বাড়ি খারিজা ফুলেশ্বরী এলাকায়।
আরও পড়ুনঃ দেশের ‘কালাকানুন’এর বিরোধিতায় মিছিলে সামিল সারা বাংলা গ্রামীণ চিকিৎসকরা
বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে একটি দল গঠন করা হয়। তারপর রাত ৭ টা নাগাদ পুঁটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের কেতারহাট জুনিয়র বেসিক প্রাইমেরি স্কুল মোড় থেকে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা-সহ ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত ওই ব্যক্তি গাঁজা নিয়ে কোথায় যাচ্ছিল এবং এর সাথে বড় কোনও চক্রের যোগাযোগ রয়েছে কি না, তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584