নিজস্ব প্রতিবেদক,নৈহাটিঃ
অসুস্থ নাট্যকর্মীদের সাহায্যার্থে নৈহাটি অ্যাস্থেটিকস-হাত বাড়ালেই বন্ধু-দ্য লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন এর উদ্যোগে গত ১৯শে জুন মঙ্গলবার,নৈহাটি ঐকতানে অনুষ্ঠিত হলো ‘বাঙালীয়ানার উদযাপন’।এই অনুষ্ঠানে বাংলাদেশের ঢাকার কাব্য বিলাস নাট্যগোষ্ঠী উপস্থাপন করেন তাদের নাটক ‘কপাল’।রচনা ও নির্দেশননায় ছিলেন বাংলাদেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব রাহুল রাজ বিশ্বাস।
এছাড়া এপার বাংলা থেকে ‘উজাগর’ উপস্থাপন করে তাদের নাটক ‘এমনও বসন্ত দিনে’।সঙ্গে ছিল ‘এথিনিয়া’র নৃত্যনাট্য।সঙ্গীতের মূর্ছনায় অনুষ্ঠানকে অন্য মাত্রা এনে দেন সৌনক নন্দী এবং ‘ই.প.কা’র সঙ্গীতশিল্পীরা।কানায় কানায় ভরা প্রেক্ষাগৃহে দর্শকরা উপভোগ করেন এই অনুষ্ঠান। দুই বাংলার শিল্পীদের এই সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নৈহাটির সম্মাননীয় পৌরপ্রধান শ্রী অশোক চট্টোপাধ্যায় এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।বিশেষ অতিথি ছিলেন বারাকপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শ্রী পল্লব পাল।সমগ্র অনুষ্ঠানের ভাবনা ও পরিচালনায় ছিলেন অ্যাস্থেটিকস এর কর্ণধার শমিত ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584