কাশ্মীরে জঙ্গি হানায় নিহত মুর্শিদাবাদের ২ বিএসএফ জওয়ানের পরিবারে শোকের ছায়া

0
634

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :

নিহত রানা মন্ডল ও জিয়াউল হক

সেন্ট্রাল কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ২ বিএসএফ জওয়ান মুর্শিদাবাদের বাসিন্দা। নিহত রানা মন্ডল জলঙ্গীর সাহেবরামপুরের বাসিন্দা। অন্যদিকে জিয়াউল হকের বাড়ি রেজিনগর।

বুধবার বিকেলে মধ্য কাশ্মীরের গান্ডরবাল এলাকার পান্ডাচে জঙ্গিদের দল বাইকে করে এসে দুজনকে  গুলি করে। ঘটনায় দুইজন গুরুতর আহত হন। তাদেরকে নিকটবর্তী সৌরার এহকেআইএমএস হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

নিহত রানা মন্ডলের স্ত্রী(বাচ্চা কোলে)

জলঙ্গীর সাহেব রামপুর গ্রামের রানা মন্ডল(২৯)
৭ বছর আগে চাকরিতে যোগ দেন। পরিবার সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যার সময় ডিউটিরত অবস্থায় ইফতারির জিনিস কিনছিলেন সেই সময় জঙ্গিরা পেছন থেকে গুলি করে।রানার গত চার বছর আগে বিয়ে হয়েছিল। একটি ছমাসের মেয়েও আছে। যৌথ পরিবারে পরিবারে বাবা মা ও তিন ভাই মিলে থকতেন। ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জিয়াউল হকের আত্মীয়

অন্যদিকে জিয়াউল হকের বাড়ি রেজিনগরে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এল রেজিনগর থানার গোপালপুর পরিবারে। তিনি দীর্ঘ ১৩বছর ধরে চাকরি করছিলেন।
পরিবার সূত্রে জানা যায় ঈদের ছুটিতে বাড়ি আসার কথা ছিল তাঁর। তাঁর দুই মেয়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here