সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
কর্মীদের সাথে মিটিং করে ফেরার পথে আক্রান্ত দুই বিজেপি কর্মী।মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাগর বিধানসভায় সাগর থানার দক্ষিন হারাধনপুরের গ্রামের ঘটনা।আক্রান্ত দুই বিজেপি কর্মী নিমাই জানা এবং জয়ন্ত পাত্র।
অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।প্রশাসনও নিশ্চুপ।
আরও পড়ুনঃ আক্রান্ত বিজেপি কর্মী, অভিযোগের তীর তৃণমূলের দিকে
ঘটনার প্রকাশ এই যে,সাগর বিধানসভার ৮৫ নং বুথে নিমাই জানা জয়ন্ত পাত্র সহ কয়েকজন নির্বাচনী বৈঠক করছিল সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ঘিরে ফেলে এবং বাঁশ রড লাঠি দিয়ে বেধড়ক মারধোর করে।আক্রান্ত জয়ন্ত পাত্র কোন রকমে পালিয়ে বাঁচে।তার আঘাত তেমন গুরুতর না হলেও নিমাই জানা গুরুতর আহত অবস্থায় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রসঙ্গত উল্লেখ্য যে,নিমাই জানা তৃণমূল কর্মী ছিল মাস খানেক পূর্বে তিনি শিবির বদল করে বিজেপিতে যোগদান করেন।দল বদলের প্রতিশোধ নিতেই এই আক্রমণ বলে অভিযোগ বিজেপির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584