নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :
আবারও মুর্শিদাবাদে ডেঙ্গুতে আক্রান্ত হল বড়ঞা ও বড়ুয়া ব্লকের দুই যুবক। কয়েক মাস আগে তারা হায়দ্রাবাদে কাজ করতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয় বলে জানা গেছে।
বর্তমানে তারা বড়ঞার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, বড়ঞার পাঁচথুপি দক্ষিণ পাড়ার বাসিন্দা আহিরুল মির্জা গত কয়েক মাস আগে হায়দ্রাবাদ যায় কাজ করতে। গত সপ্তাহে তার জ্বর হলে রক্ত পরীক্ষা করায় সে। এর পরে মেডিকেল রিপোর্ট এ জানা যায় যে তার ডেঙ্গু হয়েছে।
চিকিৎসার জন্য সাত-তাড়াতাড়ি মুর্শিদাবাদে নিজের বাড়িতে ফিরে এসে বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় সে। এখনও সেখানেই চিকিৎসা চলছে তার।
আরও পড়ুনঃ খয়রামারিতে ডেঙ্গুতে মৃত ১
অন্যজন বড়ুয়ার সুন্দরপুরের বাসিন্দা তুহিন শেখ। গত দেড়মাস আগে কাজ করতে সে মুম্বই যায়। একইভাবে শারীরিক অসুস্থতা নিয়ে বাড়ি ফিরে আসে এবং বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়েছেন সেও ডেঙ্গু রোগে আক্রান্ত।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত এই দুই রোগীর পরিবারের মানুষ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন যে এই হাসপাতালে রোগীর পরিমাণ অনেক বেশি। তাই এই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হওয়া দরকার।
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দুই যুবক গতকাল থেকে ভর্তি থাকলেও এখনও পর্যন্ত তারা কোনও বেড পায়নি। হাসপাতালের খালি মেঝেতে শুয়ে চিকিৎসা চলছে ডেঙ্গু আক্রান্ত দুই যুবকের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584