হুগলির গোটু বাজারে করোনায় আক্রান্ত আরও ২

0
166

মোহনা বিশ্বাস, হুগলিঃ

হুগলির গোটু বাজার এলাকায় করোনায় আক্রান্ত হলেন একই পরিবারের ৫ জন। গত ২২ এপ্রিল, বুধবার পোলবা-দাদপুর ব্লকের সুগন্ধ্যার গোটু পাইকারি সবজি বাজারের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ ধরা পরে। বেশকিছুদিন ধরেই জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই করোনা পজিটিভ রিপোর্ট আসে তাঁর। এরপরই তাঁকে বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়া হয়।

Gotu market | newsfront.co
থমথমে এলাকা। নিজস্ব চিত্র

এই ঘটনার পর আক্রান্ত ব্যক্তির গোটা পরিবারকে আইসোলেশনে পাঠানো হয়। এরপর রবিবার আইসোলেশনে থাকা আক্রান্ত ব্যক্তির পরিবারের আরও দুজনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। ওই দুজনকেও তৎক্ষণাৎ বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়া হয়। এরপর সোমবার আবারও ওই একই পরিবারের আরও ২জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। অর্থাৎ, বর্তমানে একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই ঘটনার জেরে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

বুধবার প্রথম আক্রান্ত ব্যক্তির করোনা ধরা পরার পরেই গোটু বাজার ও বাজার সংলগ্ন এলাকাকে জীবাণুমুক্ত করার জন্য স্যানিটাইজ করা হয়। পাশাপাশি সিল করে দেওয়া হয় গোটু বাজার। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সোমবার নোটিশ দিয়ে ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেয় পোলবা উন্নয়ন ব্লক।

আক্রান্ত প্রথম ব্যক্তির সংস্পর্শে আসার জন্য সুগন্ধ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ পঞ্চায়েত সমিতির সকল সদস্য সদস্যাদের বাড়িতে নোটিশ দিয়ে যান পোলবা উন্নয়ন ব্লকের আধিকারিক। কার্যত থমথমে গোটু বাজার। যাতায়াতের পথও এখন প্রায় বন্ধ। সংক্রমণ রুখতেই এই কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এই ঘটনার প্রভাব পড়েছে চুঁচুড়া স্টেশন সংলগ্ন বাজারেও। তাই করোনা সংক্রমণ ঠেকাতে সপ্তাহে দুদিন বাজার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজার সমিতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here