তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
রবিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুর উৎসবের অঙ্গ হিসাবে দুই দিনব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের আসর। ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপিতা কার্তিক চন্দ্র পাল এবং ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ।

পুরপিতা কার্তিক চন্দ্র পাল বলেন কালিয়াগঞ্জ শহরের উন্নয়ন শুধু ইট, বালি পাথর দিয়েই উন্নয়ন হবে তা নয়।কালিয়াগঞ্জ শহরের খেলোয়াড়দের নানাবিধ খেলাধুলার মধ্য দিয়ে ক্রীড়া জগতের ভালো জায়গায় তারা যাতে পৌঁছাতে পারে তার চেষ্টা সর্বদা করে চলেছি।পুরসভার ভারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক সান্তনু দেবগুপ্ত এবং গৌতম ভট্টাচার্য বলেন ভলিবল খেলায় জুনিয়ার ও সিনিয়ার বিভাগে মোট ২০ টি টিম অংশগ্রহণ করছে এবং ব্যাডমিন্টন বিভাগে ৯টি টিম অংশগ্রহণ করেছে।

ভলিবল টুর্নামেন্টের প্রথম খেলা শুরু হয় তিলগাঁও একাদশ এবং মদনপুর একাদশের মধ্যে।আগামী ৪ঠা ফেব্রুয়ারী পর্যন্ত এই দুটি টুর্নামেন্টের খেলা একসাথেই চলবে। বিজয়ী দলদের পুরস্কৃত করা হবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। পুরসভার দুটি খেলাকে ঘিরে কালিয়াগঞ্জে ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে দেখা যায় ব্যাপক উন্মাদনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584