দু’দিনের নৃত্য কর্মশালা মেদিনীপুরে

0
81

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

dance program at medinipur | newsfront.co
নিজস্ব চিত্র

দু-দিন ধরে নূপুরের রিনিঝিনি শব্দে মুখরিত হলো শ‍্যাম সংঘ ভবন। নানা ধরনের নৃত্য শিক্ষা সমন্বিত নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হলো মেদিনীপুরে।মেদিনীপুর শহরের সুপরিচিত সঙ্গীত ও নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান মল্লার মিউজিক কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হলো দু-দিনের নৃত্যকর্মশালা।

dance program at medinipur | newsfront.co
নিজস্ব চিত্র

মেদিনীপুর শহরে শ্যাম সংঘে অনুষ্ঠিত এই নৃত্য কর্মশালায় সংস্থার ৬২ জন বাছাই করা শিক্ষার্থী অংশ নেয়।এই নৃত্য কর্মশালা এবার ষোল বছরে পা দিলো।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড, শুভাশিস ভট্টাচার্য । সহকারী প্রশিক্ষক ছিলেন তাপস দাস। ড. ভট্টাচার্য জানান, মল্লারের আন্তরিকতায় এবং মেদিনীপুরের মানুষের ভালোবাসায় তিনি প্রতি বছর আসেন এবং তাঁর অত্যন্ত প্রিয় এবং গুনী ছাত্রী নন্দিতা সরকারের ছাত্রীদের নিয়ে কর্মশালা করেন। তিনি আরও জানান এই কর্মশালার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনেকেই খুব সম্ভাবনাময়।

বিশিষ্ট নৃত্যশিল্পী ও প্রশিক্ষিকা নন্দিতা সরকার জানান,অনেক অসুবিধে থাকা সত্বেও তিনি বিগত ষোল বছর ধরে তাঁর শিক্ষার্থীদের আরও মনোন্নয়েনের লক্ষ্যে তিনি এই কর্মশালা বিগত ১৬ বছর ধরে আয়োজন করে আসছেন।

আরও পড়ুনঃ কার্পেট শিল্পের মেগা ক্লাস্টার প্রকল্পে জমি চিহ্নিত করনের সূচনা

দুদিনের এই কর্মশালা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংস্থার পক্ষে সবাইকে ধন্যবাদ জানান বিশিষ্ট সংগীত শিল্পী আশিষ সরকার।এই ধরনের কর্মশালায় যোগ দিতে পেরে খুশি মিষ্টু মন্ডল (মাজী), দেবপ্রিয়া সরকার,ডোনা ভট্টাচার্য,ব্রততী মল্লিকসহ অন‍্যান‍্য শিক্ষার্থীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here