মগরাহাটে দুদিন ব্যাপি ছাত্র যুব উৎসব

0
128

সিমা পুরকাইত, দ‌ক্ষিণ ২৪ পরগণাঃ

drawing competition | newsfront.co
বসে আঁকো প্রতিযোগিতা। নিজস্ব চিত্র

কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে দু’দিন ব্যাপি ছাত্র যুব উৎসব শুরু হল। মগরাহাট দু’নম্বর ব্লক অফিস ক্যাম্পাসে উৎসবের সূচনা করেন বিধায়িকা সমিতা সাহা।

two days young student festival | newsfront.co
যুব উৎসব মঞ্চ

আরও পড়ুনঃ ইসলামপুর কোর্ট ময়দানে চা সভার আয়োজন

মগরাহাট পূর্ব বিধানসভা থেকে আগত প্রতিযোগিদের মধ্য শুরু হয় যুব উৎসব প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন মগরাহাট দু’নম্বর ব্লকের বিডিও রথীন বিশ্বাস, বিধায়িকা নমীতা সাহা, ব্লক যুব আধিকারিক সোমা হেমব্রম, কৃষি আধিকারিক পার্থ সারকার, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মধক্ষ্য তাপস হাজরা, নারী ও শিশু কল্যাণ দফতরের কর্মাদক্ষ্য কাশ্মিরা মিস্ত্রি, যুব কল্যাণ দফতরের কর্মদক্ষ্য রফিক ঢালি,পঞ্চায়েত সমিতির সদস্য মুর্সিদা মুন্সি,পঞ্চায়েত সমিতির যুব কর্মী প্রবীর কয়াল।

উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে উৎসব শুরু করেন মগরাহাট পূর্বের বিধায়িকা নমীতা সাহা। ১৯৮৪ সালে প্রথম শুরু হয় মগরাহাট দুনম্বর ব্লকের যুব উৎসব। এলাকার ক্ষুদে থেকে যুবক যুবতীদের প্রতিভা খুঁজতেই এই অভিনব উদ্যোগ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here