সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
এলাকা দখলকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপিঠ এলাকা। দুই রাজনৈতিক দলের সংঘর্ষে নিহত ২ জন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক ব্যক্তি।
পুলিশ ও স্থানীয় সুত্রে খবর, কুলতলির মৈপিঠে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল ও এসইউসিআইয়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদ। সেই বিবাদ সম্প্রতি চরমে উঠেছিল।
শুক্রবার মধ্যরাতে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, এসইউসিআই এবং যুব তৃণমূলের সদস্যদের মধ্যে বচসা থেকে সংঘাত শুরু হয়।
অভিযোগ, এসইউসিআই যুব তৃণমূল সদস্যদের উপরে লাঠিসোটা নিয়ে হামলা চালায়।হামলায় রক্তাক্ত অবস্থায় মাঠিতে লুটিয়ে পড়েন তৃণমূল কর্মী অশ্বিনী মান্না। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ পিটিয়ে খুন যুব তৃণমূল নেতাকে, অভিযোগের তির এসইউসিআই-এর দিকে
পাশাপাশি আরও এক তৃণমূল কর্মী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে খবর। এই ঘটনার পরেই সুধাংশু জানা নামে এস ইউ সি আই কর্মীকে বেধড়ক মারধর করে মেরে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চার বছর ধরে সহবাস বিজেপি নেতার, মহিলার অভিযোগে পদত্যাগ
পাশাপাশি তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে ছুটে যায় বারুইপুর জেলা পুলিশের বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584