একদিনে দুটি ঝুলন্ত দেহ উদ্ধার সিউড়িতে

0
1147

পিয়ালী দাস, বীরভূমঃ
একই দিনে একই সময় সিউড়ির দুই প্রান্ত থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ।একদিকে টোটো চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সিউড়ি বড় বাগানে।বড় বাগানের জনবহুল রাস্তা সংলগ্ন একটি ঝোপ থেকে এক টোটো চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। জানা গিয়েছে ওই টোটো চালকের বাড়ি সিউড়ির পুরাতন লাইন,নাম ক্রান্তি খাঁ। সূত্রের খবর প্রায় সময়ই মদ্যপ অবস্থায় থাকত ওই টোটো চালক।আজও সকাল থেকেই মদ্যপ অবস্থায় ছিল টোটো চালক। পরিবারের দাবি কেউ বা কারা খুন করে ঝুলিয়ে রেখেছে তার মৃতদেহ।তাদের আরো দাবি যেভাবে ঝুলছে মৃতদেহটি তাতে কোন দিনই এইভাবে গলায় দড়ি নিয়ে মারা যাবে না।তাছারাও যে গামছা দিয়ে গলায় দড়ি নিয়েছে সেটাও তাদের বাড়ির নয় বলে দাবি।অপরদিকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি থাকলেও হাটু অবধি ঠেকে রয়েছে মাটিতেই।পরিবারের লোক বলছে এটা কি করে সম্ভব।

নিজস্ব চিত্র

অপরদিকে বড়বাগানের পর একই কায়দায় মাটিতে হাটু অবধি ঠেকে থাকা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আনন্দপুরে।গত বৃহস্পতিবার রাত্রি থেকে নিখোঁজ ছিল সিউড়ি থানার অন্তর্গত করিধ্যা কালীপুরের বাসিন্দা পেশায় রাঁধুনি বছর পঁয়ত্রিশের বাপি দাস।বিভিন্ন জায়গায় খোঁজ খবর চালানোর পরও কোনো খোঁজ পাওয়া যায়নি তার।এরপর হঠাৎ করে আজ দুপুরে ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি ঝোপের কাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বাপির। পরিবারের লোকজনের দাবি হাঁটু অব্দি মাটিতে ঠেকেই রয়েছে বাপির, তাহলে কিভাবে গলায় দড়ি দিয়ে মরতে পারে।কেউ বা কারা তাকে খুন করে ঝুলিয়ে দিয়ে গিয়েছে।

নিজস্ব চিত্র

দুটি ঘটনাতেই খবর দেওয়া হয় সিউড়ি থানায়। সিউড়ি থানার পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায় ।

আরও পড়ুনঃ পিঠের চামড়া তুলে নুন মাখানোর হুমকি দিলীপের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here