ভাস্কর ঘোষ, ডোমকল:– ভয়াভহ অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়ে গেল দুটি পরিবারের বাড়ি। মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার শীতলনগর গ্রামের ঘটনা। ঘটনায় একেবারে পুড়ে ছাই হয়ে গেল দুটি পরিবারের দুটি বাড়ির সব জিনিসপাতি। পড়ে ছাই হয়ে গেছে বিছানার তলায় রাখা নগদ ৩০ হাজার টাকাও। আগুনে পুড়ে মারা গেছে ৪ টি গরু, ৩ টি ছাগল ও ১৫ টি মুরগি।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমকল থানার পুলিশ ও দমকলের ১ টি ইঞ্জিন। দমকলের একটি ইঞ্জিন আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার কারন জানতে তদন্তে নামে পুলিশ।
জানা গিয়েছে, এদিন রাত ১ টা নাগাদ শীতলনগর গ্রামের রেজাউল মন্ডল ও ফইমুদ্দিন মন্ডলের বাড়িতে আগুন আগুন লাগে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন আরও ভয়াবহ আকার ধারন করে। তখন খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে দুটি পরিবারের নগদ ৩০ হাজার টাকা সহ সব কিছু জিনিষ। এই আগুনের গ্রাস থেকে বাদ যায়নি গবাদি পশুও। ৪ টি গরু, ৩ টি মুরগি ও ১৫ টি মুরগি আগুনে পুড়ে মারা গেছে। তবে দুই পরিবারের কোন মানুষের ক্ষয় – ক্ষতি হয়নি।
রেজাউল মন্ডলের স্ত্রী নুজানা বিবি বলেন, আগুনে পুড়ে সব জিনিষপত্র একেবারে শেষ হয়ে গেছে। বিছানার তলায় রাখা ৩০ হাজার টাকাও ছাই হয়ে গেছে।
জ্যোৎস্না বিবি বলেন, কখন আগুন ধরেছে তা বুঝতে পারিনি। জল দিতে গিয়ে দেখছি মটরের তার পুড়ে গেছে। আমার ৪ টে গরু, ৩ টি ছাগল ও ১৫ টি মুরগি আগুনে পুড়ে মারাগেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584