শ্যামল রায়,কালনাঃ
শুক্রবার থেকে কালনা শহরের মহিষমর্দিনী তলায় শুরু হল আড়াইশো বছরের প্রাচীন মহিষমর্দিনী পুজো। এই পুজো চলবে চারদিন ধরে। জানা গিয়েছে যে প্রতিদিন পূজাকে কেন্দ্র করে লক্ষাধিক দর্শকদের জমায়েত হয় মেলা প্রাঙ্গণে ও পুজো দেখতে।
এই পুজোর ইতিহাস সম্পর্কে জানা গিয়েছে যে আড়াইশো বছর আগে শহরের গঙ্গার তীরবর্তী মহিষমর্দিনী তলা ছিল বাণিজ্য কেন্দ্র।
একজন প্রখ্যাত ব্যবসায়ী স্বপ্নাদেশ পান যে মহিষমর্দিনী দেবী আটকে রয়েছে গঙ্গার জলে। স্বপ্নাদেশ পেয়ে তিনি শ্রাবণ মাসের গুরু পূর্ণিমার দিন গঙ্গাঘাটে দেখেন যে একটি কাঠের পাটাতন জলের উপর ভাসছে। ওই কাঠের পাটাতন এনে মহিষমর্দিনী পুজোর প্রচলন শুরু করে দেন তিনি। সেই থেকে আজও পর্যন্ত নিষ্ঠা সহকারে মহিষমর্দিনী পুজোর প্রচলন হয়ে আসছে।
পুজো উপলক্ষে শহর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পুজো দেখার জন্য দর্শনার্থীদের জন্য একটি বড় প্রজেক্টর মেশিন বসানো হয়েছে। পর্দার মধ্যে দিয়ে দর্শনার্থীরা দেবীর পুজো দেখতে পাবেন। এছাড়াও বসানো হয়েছে সিসিটিভি। পুজো কমিটির অন্যতম সদস্য শংকর পান জানিয়েছেন যে পুজো সার্বিক সুন্দর করতে আমাদের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুজোয় বলিদান যাত্রা বস্ত্রদান প্রসাদ বিতরণ প্রতিদিন সমান হারে চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584