ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষ দেওয়ানহাটে, আহত ২

0
43

মনিরুল হক, কোচবিহারঃ

ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে দেওয়ানহাট গারোপাড়া বাজারের কাছে কোচবিহার-দিনহাটা রাজ্য সড়কের উপর। জানা গেছে, যারা আহত হয়েছেন তারা ওই গাড়ির চালক ও খালাসি।

Accident | newsfront.co
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ৷ নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার সকালে ঘুঘুমারি থেকে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান দিনহাটার দিকে যাচ্ছিল। সেই সময় দিনহাটা থেকে খাদ্য ও সরবরাহ দফতরের একটি ট্রাক কোচবিহারের দিকে যাচ্ছিল। সেই সময় ঘেঘিরঘাট সেতুর মুখে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে মাছ বোঝাই গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

আরও পড়ুনঃ হাতির হানায় মৃত্যু বৃদ্ধার

পরে স্থানীয়রা ছুটে এসে আহত গাড়ির চালক ও খালাসিকে উদ্ধার করে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। যদিও খাদ্য ও সরবরাহ দফতরের ওই ট্রাকের চালক আহত হননি বলে জানা গিয়েছে। পরে ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ফাঁসিদেওয়া ব্লকের চিকনমাটিতে উদ্ধার মহিলার ঝুলন্ত মৃতদেহ

স্থানীয় এক বাসিন্দা জানান, গত কয়েকমাস আগে ঘেঘিরঘাট সেতুর ওই পারে একটি দুর্ঘটনা ঘটে। আজ সকালে ফের পাশাপাশি এলাকায় দুর্ঘটনা ঘটল। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। পুলিশ প্রশাসনের কাছে আর্জি দুর্ঘটনা এড়াতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা যেন অতি অবশ্যই নেওয়া হয় । পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here