মনিরুল হক, কোচবিহারঃ
মাথাভাঙায় বাইসনের হামলায় আহত হলেন ২ গ্রামবাসী। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাঁকে মাথা ভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও বাইসনের হামলায় একটি মোটর বাইক, একটি ভ্যান ও বেশ কয়েকটি বাড়ি ভাংচূর করে। বাইসনের হামলার ঘটনায় মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোপাল পুর ও কেদারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ওই দুইজনের নাম নজরুল মিয়াঁ ও গলে রহমান।

বাইসন হামলার খবর পেয়ে ওই এলাকায় ছুটে আসেন বনকর্মী ও পুলিশকর্মীরা। বনকর্মীরা এসে ঘুম পাড়ানি গুলি করে ওই বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যান।

আরও পড়ুনঃ দিনহাটায় লক্ষাধিক টাকা ছিনতাই
আজ সকালে মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোপালপুর ও কেদার হাট গ্রাম পঞ্চায়েতের ধান্ধুনিয়া ও পশ্চিম খণ্ড বামনিয়া এলাকায় ঢুকে পরে ওই বাইসনটি। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ বর্মণ ও স্বপন বর্মণ বলেন, আজ সকালে এলাকায় হঠাৎ বাইসনটিকে দেখতে পাওয়া যায়। ওই খবর ছড়িয়ে পড়তেই বাইসনটিকে দেখতে ভিড় জমান লোকজন।

বাইসনের হামলায় দুই জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক জনের পা ভেঙ্গে গেছে। একটি বাইক, একটি ভ্যান ও একটি বাড়ি ভেঙ্গে ফেলেছে বাইসনটি। পরে বনকর্মীরা এসে আহত বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি করে। এরপর সেটিকে উদ্ধার করে জঙ্গলে নিয়ে যান বনকর্মীরা। গতকাল মাথাভাঙ্গার শৈলমারি ও ফুলবাড়ি এলাকায় দিন ভর তাণ্ডব চালিয়েচিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584