ছিনতাইকারীদের হাতে আক্রান্ত লরি চালক দুই ভাই

0
33

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

ছিনতাইয়ে বাধা দেওয়াই লরি চালক দুই ভাইকে মারধোর ও শূণ্য গুলি ছুঁড়ে পালাল এক দল দুষ্কৃতী। শুক্রবার ভোরে ইংরেজবাজার থানার মহদিপুর বেকি এলাকায় ঘটনাটি ঘটেছে।

চিকিৎসাধীন আক্রান্ত। নিজস্ব চিত্র

গুরুতর জখম অবস্থায় এক ভাই বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। অপর ভাইয়ের আঘাত সামান্য থাকায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।

পরিবার সুত্রে জানা গিয়েছে, জখম লরি চালক দুই ভায়ের নাম সামিম শেখ(১৮) ও সাহিল শেখ(২২)। বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর পঞ্চায়েতের স্কুলপাড়া। তাদের নিজের লরি রয়েছে। পাথর বোঝাই করে তারা বাংলাদেশ নিয়ে যায়।

আরও পড়ুনঃ ডাইনি সন্দেহে হত্যার আয়োজন, প্রশাসনের আশ্বাসে আশ্বস্ত আক্রান্ত পরিবার

শুক্রবার ভোরে পাথর নিয়ে বাংলাদেশ যাচ্ছিল। ভোর নাগাদ সীমান্ত দিয়ে গাড়ি পারাপার বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের লরিটি বেকির কাছে আটকে দেয়। সেখানেই লরি লাইনে রেখে গাড়ির সমস্ত কিছু লক করছিল। পুলিশ সেখান থেকে চলেগেলে তিন থেকে চার জনের এক দুষ্কৃতী দল সেখানে আসে।

দুই ভাইকে আটকে লুট করার চেষ্টা করে। বাধা দেয় তারা। দুই ভাইকে বন্ধুকের বাট দিয়ে মারধোর করে। সামিমকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় ।

দুই ভাই চিৎকার শুরু করলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতাল পাঠায়। বর্তমানে ছোট ভাই চিকিৎসাধীন রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here