দুজন মাধ্যমিক পরীক্ষার্থীকে শেষ মুহূর্তে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল এসআইও

0
67

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

পরীক্ষা শুরু হতে আর কিছুক্ষণ বাকি। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেখে তারা ভুল জায়গায় চলে এসেছে। সোমবার পরীক্ষার প্রথম দিনে বসার নির্ধারিত সিট খুঁজে বের করা ও জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসার পূর্বে স্বাভাবিকভাবেই একটি উৎকন্ঠা কাজ করে ছাত্রছাত্রীদের মধ্যে। তার উপর সঠিক পরীক্ষা কেন্দ্রে না পৌঁছাতে পেরে প্যালসপিটেশন বাড়তে থাকে পরীক্ষার্থী ও তার অভিভাবকদের। ঘটনাটি মুর্শিদাবাদের লালগোলা ব্লকের।

নিজস্ব চিত্র

মুনিরিয়া হাই মাদ্রাসার দুই ছাত্র আনসারুল হক ও আজাহার সেখ। তাদের পরীক্ষা সেন্টার পড়েছে আইসিআর হাই মাদ্রাসায়। কিন্তু তারা পথ চিনতে না পেরে অন্যান্য পরীক্ষার্থীদের সাথে রহমাতুল্লাহ হাই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে চলে আসে। এরপর ছাত্র সংগঠন এসআইও পরীক্ষা সহায়তা কেন্দ্রের উপস্থিত সদস্যরা দুজনের অ্যাডমিট চেক করে সেটি বুঝতে পারেন। তৎক্ষণাৎ তাদের সহায়তায় এগিয়ে আসে এসআইও। তাদের দ্রুত বাইকে করে ১৫ কিলোমিটার দূরে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন সংগঠনের সদস্য রহমাতুল্লাহ ও ইসমাইল সেখ। ঘড়িতে তখন ১১:৪৫ । উৎকণ্ঠার অবসান ঘটে। এসআইও-র এই তৎপরতায় অভিভাবকগণ অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ।

SIO
নিজস্ব চিত্র

উল্লেখ্য, এদিন এসআইও-র উদ্যোগে দক্ষিণ মুর্শিদাবাদের লালগোলা, ইসলামপুর, জলঙ্গীর বিভিন্ন স্থানে বারোটি পরীক্ষা সহায়তা কেন্দ্র করা হয়। পরীক্ষার্থীদের সম্পূর্ন বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার, জল, ফার্স্ট এইড ও বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। পরীক্ষার্থীদের বসার জায়গা খুঁজে পেতে দিক নির্দেশনা দেওয়া হয় হেল্প সেন্টার থেকে। এছাড়াও অভিভাবকদের বসার জন্য চেয়ারের ব্যাবস্থা করা হয়।

আরও পড়ুনঃ মালদায় পুরসভা ভোটে ছাপ্পার অভিযোগের মামলায় রাখতে হবে সিসিটিভি ফুটেজঃ হাইকোর্ট

দক্ষিণ মুর্শিদাবাদের সাংগঠনিক জেলা সম্পাদক মতিরুল রহমান সেখ বলেন, “শুধু পরীক্ষা সহায়তা কেন্দ্রই নয়, আমরা এক সপ্তাহ আগে পরীক্ষার্থীর হাতে পরীক্ষা প্রস্তুতি টিপস পৌঁছে দিয়েছি এবং এক্সপার্ট শিক্ষকদের দিয়ে প্রস্তুতি শিবির করেছি। এসআইও ছাত্রছাত্রীদের সহায়তায় নিরলস কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here