২ শহিদের দেহ পৌঁছালো গ্রামের বাড়িতে, এলাকায় শোকের ছায়া

0
153

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শহিদ ২ জওয়ানের দেহ পৌঁছোল মুর্শিদাবাদের রেজিনগর ও জলঙ্গিতে। গ্রামের ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।দুদিন আগে রেজিনগরের গোপালপুর গ্রামের ছেলে ৩৭ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান জিয়াউল হক জঙ্গিদের গুলিতে কাশ্মীরে শহিদ হন।

paying respect | newsfront.co
নিজস্ব চিত্র

অন্য দিকে জলঙ্গীর সাহেব রামপুরের রানা মণ্ডল শহিদ হন কাশ্মীরে। দীর্ঘ সময় অপেক্ষার পরে শনিবার দুজনের মৃতদেহ গ্রামে পৌঁছাতে শোকের ছায়া নেমে আসে । আশেপাশের গ্রাম থেকে ছুটে আসেন বহু মানুষ শহিদকে শেষবারের মতো দেখার জন্য।

আরও পড়ুনঃ ৪৮ ঘন্টা পরেও বিধ্বস্ত তিলোত্তমা, নাজেহাল পুরসভা -পুলিশ, পানীয় জল বিদ্যুতের দাবীতে বিক্ষোভ

দুদিন পরেই ইদ। তার আগে এই ধরনের মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছেন পরিবার ও গ্রামের মানুষরা।বিএসএফ, রেজিনগর থানার পুলিশ, জলঙ্গি থানার পুলিশ ও ডোমকল এসডিপিও তরফ থেকে রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে গান স্যালুট দেওয়া হয় শহিদদের। তারপর চোখের জলে বিদায় জানানো হয় শহীদ জওয়ান জিয়াউল হক ও রানা মণ্ডলকে।

রানা মণ্ডলের পরিবারের দাবি, এখন সংসার চালাবো কীভাবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। রানার স্ত্রী বলেন, ‘আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন যাতে করে আমি আমার ছোট্ট মেয়েকে মানুষ করতে পারি।’ এদিন শহিদ রানার প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান। তিনি এদিন সাংবাদিকদের বলেন, ‘মোদি সরকার বলছে কাশ্মীর শান্ত। তাহলে বাংলার ও অন্য রাজ্যর জওয়ান শহিদ হচ্ছে কেন। আমি সংসদে মুর্শিদাবাদের এই দুই যুবকের কথা তুলব। আমাদের পক্ষে থেকে যতটা সম্ভব সাহায্য করব।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here